সারাদেশের ন্যায় বছরের প্রথম দিনে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার প্রায় শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে বই উৎসব উদযাপিত হয়েছে। নতুন বই পেয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেছে।
সোমবার (১ জানুয়ারি) সকালের দিকে বাইল্যাছড়ি মুসলিম পাড়া মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন, মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই উৎসবের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী, ওয়ার্ড কাউন্সিলর, বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন। একই সময়ে বাইল্যাছড়ি মুসলিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা।
বই বিতরণ উৎসব উদ্বোধনকালে বাইল্যাছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে বাইল্যাছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বলেন, বছরের শুরুতেই ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেয়াকে সরকারের সাফল্য উল্লেখ করে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে এটা সরকারের একটি বড় উদ্যোগ। তিনি ছাত্র-ছাত্রীদেরকে বছরের প্রথম দিন থেকেই অধ্যবসায়ে মনোযোগী হওয়ার আহবান জানান।
তিনি সন্তানদের যথাসময়ে স্কুলে পাঠানোর আহবান জানিয়ে বলেন, আজকের শিশুরাই আগামী দিনে এদেশের দায়িত্ব নেবে। তাই তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমার, আপনার এবং আপনাদের দায়িত্ব।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহবান জানিয়ে বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের বছরের প্রথম দিনে প্রতিটি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে। সরকার তোমাদের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে স্ব-স্ব এলাকায় পাঠ্যপুস্তক প্রেরণ করেছে।