<
  ঢাকা    শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
বনের জন্য কক্সবাজার হবে মডেল, প্রধান বনসংরক্ষক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৮:০২ পিএম আপডেট: ১০.০৮.২০২২ ৮:১৬ পিএম | অনলাইন সংস্করণ
সারা দেশের মধ্যে কক্সবাজারের বনের অবস্থা অনেক ভাল৷ বর্তমানে যা আছে তা যদি আমরা রক্ষা করতে পারি তাহলে কক্সবাজার হবে বনের জন্য মডেল৷ কক্সবাজারবাসির জন্য আনন্দের খবর এই জেলায় এখনো ৩৭% বন রয়েছে। বন রক্ষায় বনবিভাগের কর্মীরা আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শুধু বন বিভাগ নয়, তাদের সাথে সংবাদকর্মীদের সহযোগিতা প্রয়োজন।

বুধবার (১০ আগস্ট) সকালে কক্সবাজারে একটি তারকা মানের হোটেলের কনফারেন্স হলে বন অধিদপ্তরের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের অধিনে ওয়ার্ল্ড ব্যাংক ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান বনসংরক্ষক আমির হোসেন চৌধুরী এসব কথা বলেন৷

প্রধান অতিথির বক্তব্যে বনসংরক্ষক বলেন, বনায়ন রক্ষায় আপনারা বনবিভাগের পাশে থাকবেন। আমরা বনায়নের কাজ শুরু করেছি, আমরা চেষ্টা করছি বিদেশি কোন গাছ না লাগিয়ে হারিয়ে যাওয়া গর্জন, চাপালিশ, অর্জুন, ইত্যাদি গাছ রোপণ করে বনায়ন করার।

সভায় জেলা প্রশাসক'র পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুফল প্রকল্পের ডাইরেক্ট গোবিন্দ রায়, বনবিভাগের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান বিপুল কৃষ্ণ দাশ, পরিবেশ বিজ্ঞানী ও ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি ডঃ ইশতিয়াক সোবহান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার, কক্সবাজার উত্তর বনবিভাগ বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার, কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সরওয়ার আলম কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান।

পরে অংশগ্রহণকারি সাংবাদিকদের সাংবাদিকতা নিয়ে বিশেষ ক্লাশ নেন পিআইবি প্রশিক্ষক মাশরুব জামান।

কিভাবে একজন সাংবাদিক রিপোর্টিং করবে ক্লাশে গুরুত্বপূর্ণ আলোচনা করেন পিআইবি এ প্রশিক্ষক৷

-বাবু/ফাতেমা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত